শফিক রেহমানের বাসায় এফবিআই’র নথি লুকানো ছিল: জয়

5716e3eab4805 (1)ডেস্ক রিপোর্টঃ প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতার ও তার বাসা থেকে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই’র নথি জব্দ করা বিষয়ে প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার রাতে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘শফিক রেহমানের বাড়িতে একটি গোপনীয় স্থানে যুক্তরাষ্ট্রে আমার অবস্থান সম্পর্কিত তথ্যসহ এফবিআইর গোপন নথি লুকিয়ে রাখা হয়েছিল। শফিক রেহমান স্বীকার করেছেন যে, প্রমাণিত অপরাধী এবং সাজাপ্রাপ্ত এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিকের কাছ থেকে তিনি এসব নথি পেয়েছেন।’মঙ্গলবার জয়ের দেওয়া ফেসবুক স্ট্যাটাস
সজীব ওয়াজেদ জয় ওই স্ট্যাটাসে আরও উল্লেখ করেছেন, ‘তিনি (শফিক রেহমান) এটাও স্বীকার করেছেন যে, যারা যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ এবং খুনের পরিকল্পনার দায়ে ইতোমধ্যে অভিযুক্ত, সেই রিজভি আহমেদ সিজার ও জোহানস থালেরের সঙ্গেও তার কয়েকটি মিটিং হয়েছে।’
এরপরই সজীব ওয়াজেদ জয় প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘এই ঘটনা নিয়ে আর কি কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন?’