আলোকিত জীবন গঠনে শিক্ষার বিকল্প নেই : শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এ.কে. এম গোলাম কিবরিয়া তাপাদার বলেছেন, আলোকিত জীবন গঠনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীরা দেশের আগামী কর্ণধার। শিক্ষাছাড়া কোন জাতি উন্নতির স্বর্নশিকরে পৌছতে পারে না। শিক্ষাই জাতির মেরুদন্ড। তিনি আরো বলেন, ছাত্র/ছাত্রীদের কে পড়া লেখার পাশপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রতি মনোযোগী হতে হবে। তিনি শনিবার দুপুরে শাহজালাল উপশহর হাইস্কুলের মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিটি কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন। সহকারী শিক্ষক মিজানুর রহমান ভুঁইয়া, আব্দুল্লাহ আল জাফর ও নাজনীন চৌধুরীর যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আক্কাস আলীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য মুবিন আহমদ জায়গীরদার,বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ হাসান। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, ম্যানেজিং কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী, একে এম বদরুল আমীন হারুন, সুলতান আহমদ, সৈয়দা জো¯œা আক্তার বানী, সেবক শাহ আলম চৌধুরী, সিনিয়র শিক্ষক আবু বকর, সিদ্দিক, রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো, কাজল মিয়া, রুহুল আলম, শ্যামরুজ ইসলাম, শাহনাজ আক্তার, মোছাদ্দেক আলী, নাছিমা আক্তার, তানজিনা, রাবেয়া খাতুন, মাহবুবা সুলতানা, কাজী শাম্মী আক্তার, আন্জুম আরা সহ শিক্ষক শিক্ষিকা অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন। আলাচনা সভা শেষে সিলেট বেতারের নিয়মিত সংগীত শিল্পী সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।