নবীগঞ্জে বর্ষবরণে ছাত্রীদের শ্লীলতাহানি, যুবলীগ নেতার ১ মাসের কারাদন্ড

00220

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে নববর্ষ উদযাপনের সময় ৬ষ্ট শ্রেণীর ২ স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় রুহুল আমীন নামের এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত বর্ষবরণ অনুষ্টান শেষে বাড়ি ফেরার পথে স্কুলের সামনের রাস্তায় প্রকাশ্যে উক্ত ঘটনা ঘটে। আটককৃত রুহুল আমীন নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের রজব আলীর পুত্র। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়াও এধরনের ঘটনার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
FB_IMG_1460662238587পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার নতুন বছরকে বরণ করতে সকল শ্রেণী-পেশার মানুষ মেতে উঠেছিল। নবীগঞ্জ শহরের হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। উক্ত অনুষ্টান উপভোগ করতে এসেছিল উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণী পেশার লোকজন। দুপুর আড়াই ঘটিকার দিকে অনুষ্টানটি শেষ হলে বাড়ি যাবার জন্য অনুষ্টানস্থল থেকে বের হয়ে আসেন উপজেলার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ২ ছাত্রী। এ সময় তারা স্কুলের গেইটের সামনে আসা মাত্রই সদর ইউনিয়নের দত্তগ্রাম গ্রামের রুহুল আমীন প্রকাশ্যে তাদের শরীরে স্পর্শ করে শ্লীলতাহানি করে। এ সময় একটি মেয়ে রাস্তায় পড়ে যায়। এ দৃশ্য দেখে কয়েক যুবক লম্পট রুহুলকে আটক করতে গেলে তাদেরকে হুমকী দেন রুহুল আমীন। উক্ত দু’ স্কুল ছাত্রীর বাড়ি উপজেলার সদর ইউপির চৌশতপুর গ্রামে। এ সময় ঘটনাস্থলে পুলিশের সদস্য আসলে তাদের সাথেও বাকবিতন্ডতায় জড়িয়ে পড়ে রুহুল আমীন। এক পর্যায়ে থানার এস আই আবুল খয়ের ঘটনাস্থলে এসে অভিযুক্ত রুহুল আমীনকে আটক করে স্কুলের একটি রুমে রাখেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে নিয়ে যাওয়া হয় ভ্রাম্যমান আদালত নবীগঞ্জ নির্বাহী অফিসারের কার্যালয়ে। এ সময় কয়েক শতাধিক প্রতিবাদী লোকজন রুহুল আমীনের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আনোয়ার হোসেন দীর্ঘ শুনানী শেষে উপরোক্ত দন্ডাদেশ প্রদান করেন। গতকাল শুক্রবার পুলিশ তাকে হবিগঞ্জ কারাগারে প্রেরন করেছে। অপর দিকে উপজেলার ইনাতগঞ্জ হাইস্কুলের বর্ষবরণ অনুষ্টানে জনৈকা স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে ইনাতগঞ্জ ফাঁিড় ইনর্চাজ এসআই ধর্মজিত সিংহা সঙ্গীয় ফোর্স নিয়ে ইমরান আহমদ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেন। ধৃত ইমরান দীঘলবাক ইউপির চরগাওঁ গ্রামের আব্দুল হকের পুত্র। পুলিশ তাকে নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।