সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার : বিশিষ্টজনদের মিলনমেলা

Sylhet Press Club 19-07-2014সুরমা টাইমস রিপোর্টঃ নানা অঙ্গনের বিশিষ্টজনদের অংশগ্রহনে সম্পন্ন হয়েছে সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল। শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও এতে অংশ নেন সিলেটের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিণত হয় বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের মিলনমেলায়। সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহের সঞ্চালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজান মাসের সংযমের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জনগনের সেবায় আত্মনিয়োগের আহবান জানান।
বক্তারা বলেন, সিলেট জেলা প্রেসক্লাব প্রতিবছর এ ধরনের আয়োজন করে সিলেটের নানা মতের, নানা পথের ব্যাক্তিদের এক কাতারে দাঁড় করায়। এ ধরনের আয়োজনের ফলে মাধ্যমে আমাদের মধ্যে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা আরো বৃদ্ধি পাবে। মতের ভিন্নতা সত্তেও পরষ্পরের প্রতি সুহৃদভাবাপন্ন সম্পর্ক তৈরি হবে। বক্তারা সিলেট জেলা প্রেসক্লাবের সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন সিলেট সিটি করপোরেনের মেয়র আরিফুল হক চৌধুরী, জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ জেবুন্নেছা হক চৌধুরী, সিলেট রেঞ্জের অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন, সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন, পুলিশ সুপার নুরে আলম মিনা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ আবদাল, ডিজিএফআই, সিলেটের উপ পরিচালক আতাউর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমতউল্লাহ, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাহিউদ্দিন সেলিম, মহানগর আওয়ামী লীগ নেতা তপন মিত্র, শাহপরান মাজারের মতোয়াল্লি সৈয়দ মামুনুর রশীদ প্রমুখ। ইফতার মাহফিলের পূর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ধোপাদিঘীর পাড় জামে মসজিদের সামি ইমাম হাফিজ আবদুল করিম।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদিন সিরাজ, মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবদুল কাইয়ুম জালালি পংকী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবদুল আহাদ খান জামাল ইফতার মাহফিলে এসে সৌজন্য সাক্ষাত করে যান।