লোহাগড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, সমাবেশ ও স্মারকলিপি প্রদান
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পুনঃবহালের দাবিতে আজ শনিবার দুপুরে নড়াইল-যশোর সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা জানান, আগামি ৩ এপ্রিল এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় লোহাগড়া সরকারি কলেজের ৮৪৩ জন পরীক্ষার্থীকে পাশ্ববর্তী লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হবে।
এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে পরীক্ষার্থীরা নড়াইল-যশোর সড়কের মাইটকুমড়া এলাকায় গাছের গুড়ি ফেলে একঘন্টা সড়ক অবরোধ করে। অবরোধের কারণে যাত্রীবাহী বাসসহ অন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে বক্তব্য রাখেন পরীক্ষার্থী ইমরান ফকির, রোমান রায়হান, মাকছুদুর রহমান প্রান্ত, সুমাইয়া খানম প্রমুখ। অবরোধ শেষে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খানের নিকট স্মারকলিপি পেশ করেন।
লোহাগড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান আলী দেওয়ান বলেন, লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ৮৪৩ জন পরীক্ষার্থীর স্থান সংকুলান হবে না। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান বলেন, ২৪ মার্চ কেন্দ্র প্রধানদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।