কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে আ’লীগের ১১ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

3ডেস্ক রিপোর্ট :: দলের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ১১ বিদ্রোহীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শুক্রবার রাতে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জগলু চৌধুরীর পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের মজনু মিয়া, গেদা মিয়া, আবুল হোসেন ও আফজাল হোসেন বতুলা, তেলিখাল ইউনিয়নের আব্দুল হক ও কাজী আব্দুল ওদুদ আলফু, উত্তর রণিখাই ইউনিয়নে ফরিদ মিয়া, পূর্ব ইসলামপুর ইউনিয়নের ইলিয়াছুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়নের রোকন উদ্দিন, গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের আবুল কাশেম মো. আনোয়ার শাহদত ও পূর্ব জাফলং ইউনিয়নে লুৎফুর রহমান লেবু। এসব প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী অঙ্গসংগঠনের কেউ তাদের পক্ষে কাজ করলে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তায় জানানো হয়। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ৩১ মার্চ  সিলেটের এই দুটি উপজেলার ইউনিয়নগুলোতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।