‘প্রেমিকা উদ্ধারে’ গিয়ে কাজলশাহ এলাকায় হামলার শিকার পুলিশ, আহত ১০

1

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর কাজলশাহ এলাকায় মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা চালিয়েছে স্থানীয় এলাকাবাসী। হামলার পর পুলিশও হামলাকারীদের উপর লাঠিচার্জ করে। এতে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
জানা যায়, শুক্রবার রাত ১১ টার দিকে অপরহরণ মামলার এক আসামীকে ধরতে নগরীর কাজলশাহ এলাকায় অভিযান চালায় কতোয়ালি থানা পুলিশ। এসময় স্থানীয় এলাকাবাসী মসজিদের মাইকে ‘ডাকাত আক্রমন করেছে’ ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ব্যাপক লাঠিচার্জ করে। এতে আরো ৭/৮ জন আহত হন বলে জানা গেছে। রাত সাড়ে ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাজশলাহ এলাকায় এ নিয়ে উত্তেজনা চলছিলো। ঘটনাস্থল থেকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) রহমতউল্লাহ পুলিশের উপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে স্থানীয়রা জানিয়েছেন, কাজলশাহ এলাকার এক তরুণের সাথে ওসমানী মেডিকেল কলেজের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি তারা পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে অপহরণ মামলা দায়ের করা হয়। এই মামলার আসামীকে ধরতে গিয়েই হামলার মুখে পড়ে পুলিশ।