সুনামগঞ্জে ৮ বর্তমান চেয়ারম্যানের সাতজনই নৌকাবঞ্চিত!
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার আট ইউনিয়নের আওয়ামী লীগের বতর্মান চেয়ারম্যানদের সাতজনই দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। ফলে আসছে ভোটযুদ্ধে দলীয় প্রার্থীরা শক্তিশালী বিদ্রোহীদের মুখোমুখি হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, মনোনয়নবঞ্চিত বর্তমান চেয়ারম্যানদের বেশিরভাগের স্থানীয়ভাবে শক্তিশালী অবস্থান রয়েছে। ফলে তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে নৌকার ভোটে ভাগ বসাবেন। এদিকে, দলের প্রার্থী তালিকা ঘোষণার পর পর বঞ্চিত অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বঞ্চিত আটজনের ছয়জন স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিকের ‘কাছের মানুষ’ হওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁরা এমপির আনুকূল্য পাবেন বলে মনে করছেন নেতা-কর্মীরা।
বঞ্চিতদের কেউ কেউ জানান, জনপ্রিয়তা থাকার পরও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে ‘ব্যক্তিগতভাবে তদবির’ না করায় তারা দলের মনোয়ন থেকে বঞ্চিত হয়েছেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা দলের স্বার্থের পরিবর্তে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়েছেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এ নিয়ে কারোর অভিযোগ থাকলে দলীয় দায়িত্বশীলদের কাছে জানাতে পারেন |