সিলেটে বিকলের খুনীদের বিচার দাবি, মানববন্ধন
ডেস্ক রিপোর্ট :: স্কুল পড়ুয়া ভাতিজিকে উত্তক্তের প্রতিবাদ করায় খুন হওয়া বিপ্লব রায় বিকল (২৯) এর হত্যকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার দুপুরে সিলেট নগরীর পূর্ব মিরাবাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ‘সিলেটবাসী’-ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইভটিজিং এখন সমাজে ক্যান্সার হিসেবে দেখা দিয়েছে। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অকালে প্রাণ হারাতে হল বিপ্লব রায় বিকল।
বক্তারা অবিলম্বে বিকল হত্যা মামলার আসামী সুমন দাস, জমসেদ সিরাজ, কবির আহমদ, জীবন আহমদ, রুবেল দাস, দিপু আহমদ, জুবেল আহমদকে গ্রেপ্তার করে তাদের ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পুরঞ্জন চক্রবর্তী বাবলা, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিলুর রহমান উজ্জল, দেওয়ান মুরাদ হোসেন, শ্রমিক লীগ নেতা হরিলাল দাস, ডা. এ্যাপলো চৌধুরী, বিন্দু মজুমদার প্রমুখ।