সাংবাদিক শামীম ঢাকায়, হাসপাতালে ভর্তি
বাংলাভিশনের সিলেট ব্যুরো প্রধান শামসুল ইসলাম শামীমের শারীরিক অবস্থার আবারো অবনতি হয়েছে। ভারত ও ঢাকায় দু’দফা চিকিৎসা শেষেও অবস্থার উন্নতি না হওয়ায় রোববার রাজধানীর ধানমন্ডিস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। প্রফেসর ডা. টিটুর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
সাংবাদিক শামসুল ইসলাম শামীম জানান, গত বছরের ১৫ ডিসেম্বর বিকেলে নগরীর মেন্দিবাগস্থ বাসার ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। এতে তার শরীরের বেশিরভাগ অংশ থেতলে যায়। ডান হাত ও বাম কাঁধেও আঘাত পান। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারত যান। চিকিৎসা শেষে ১১ জানুয়ারি তিনি দেশে ফেরেন। ৩০ জানুয়ারি বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তিনি ঢাকায় চিকিৎসা নেন। কিন্তু পরবর্তীতে অবস্থার আরো অবনতি হয়। রোববার সকালে জরুরী ভিত্তিতে ঢাকায় যান তিনি। এ সময় ডাক্তাররা তার শারীরিক পরীক্ষা শেষে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তিনি সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।