ছাত্রলীগকর্মী হাবিব খুন: ১১ জনকে খুজে পাচ্ছে না ‘স্পেশাল’ টিম
স্টাফ রিপোর্টার: সিলেটের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী কাজি হাবিবুর রহমান হাবিব হত্যা মামলার বিশেষ ১১ জন আসামিকে এখনো খুঁজেই পাচ্ছে না পুলিশ। ওই ১১ জন আসামিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করেছে পুলিশ। এর বাইরেও সহযোগী আসামি আছে। তবে, ওই ১১ জন ধরতে মাঠে কাজ করছে পুলিশের স্পেশাল টিম।
পুলিশ সূত্র জানায়, হাবিব হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশ কমিশনারের নিদের্শে একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে। আসামি ধরতে ওই টিমে কাজ করছেন থানা পুলিশের চৌকস কর্মকর্তা ছাড়াও ডিবি পুলিশের কিছু কর্মকর্তা। তারা সম্ভ্যাব্য সব জায়গায়ই হাবিব হত্যা মামলার আসামিদের খুঁজছেন। তারা দুটি টিমে ভাগ হয়ে সারা সিলেটে তল্লাশি চালাচ্ছেন। প্রযুক্তির সাহায্যে ইতিমধ্যে একটি টিম সিলেটের কানাইঘাট এলাকায় অভিযান করছে। অপর একটি টিম সুনামগঞ্জ জেলায় অভিযান করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। স্থানীয় পুলিশের সহযোগিতায় কানাইঘাট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কোন আসামিকে
গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোশারফ হোসেন বলেন,‘ দুটি টিমই খুনিদের ধরতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। তবে, এখনো কোথাও পাইনি।