সিলেটে এবার ভাসমান সুইটকেসে শিশুর লাশ
ডেস্ক রিপোর্টঃ সিলেটে এবার সুইটকেসের ভেতর থেকে এক শিশুর (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর মদিনা মার্কেটের পনিটুলা ব্রিজের নিচ থেকে সুটকেসসহ মরদেহটি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মদিনা মার্কেট এলাকায় পনিটুলা ব্রিজের নিচে একটি সুটকেস ভাসতে দেখে কয়েক শিশু। সেটি টেনে তোলার পর ভেতরে প্রায় আট বছর বয়েসি শিশুটির লাশ পাওয়া যায়। শিশুর গায়ে ছিল ফুলহাতা কালো গেঞ্জি। পরনে সাদাকালো চেকের হাফপেন্ট। স্থানীয়রা জালালাবাদ থানা পুলিশকে খবর দিলে বেলা দেড়টায় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। জালালাবাদ থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছর সিলেট নগরীর ঝেরঝেরিা পাড়ায় পুলিশের হাতে শিশু সাঊদ হত্যা ও নগরীর উপকন্ঠ কুমারগাঁওয়ে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যার পর এবার পাওয়া গেল সুইটকেসে আরেক শিশুর লাশ। বিকেলে এ বিরপোটৃ লেখা পর্যন্ত লাশের পরিচয় মিলেনি। লাশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।