মিলানে সিলেটী যুবকদের ভোজন সভা অনুষ্ঠিত
নাজমুল হোসেন,ইতালি থেকে: ইতালির মিলানে সিলেটের প্রবাসী কয়েকজন যুবকদের উদ্যোগে ভোজন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় তাপসের রেস্টুরেন্টে ভোজন সভায় প্রবাসে কর্ম ব্যস্ততায় দিন যাপন করলে ও যুবকদের এমন আয়োজন সত্যি প্রশংসনীয়।যাদের আয়োজনে ভোজন সভা অনুষ্ঠিত হলো তারা হলেন সায়েল আহমেদ,আব্দুল মোমেন,আনওয়ার হোসাইন,জোসেফ মিয়া,জুমার মহসিন,রফিক আহমেদ ,সুফিয়ান আহমেদ,সাইদুল হক রাজু,সালমান হোসাইন,সাইফ চৌধুরী,মিজান রহমান ও ইব্রাহিম আহমেদ প্রমুখ।
আয়োজকরা বলেন ,আমরা সবাই একে অপরের সাথে সব সময় দেখা সাক্ষাত হয় টিক কিন্তু অনেকেই অনেকের সাথে ভালো সম্পর্ক দেখা যায় না। প্রবাসে সবাই ব্যস্ততার মধ্যে থাকে তারপর ও সবাই চায় কিছুটা সময় সকল বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে আনন্দে সময় কাটানো। তাই আমরা কয়েকজন বন্ধু এই উদ্যোগ নিয়েছে যে আমরা কয়েকমাস পর পর এইরকম ভোজন সভার আয়োজন করে খানিকটা সময় অতিবাহিত করার। আমাদের এই আয়োজনে অনেক বন্ধুরা অগ্র্হয়ের সাথে গ্রহণ করেছে এবং আমাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। আমাদের বিশ্বাস আমরা রাজনৈতিক মুক্ত এবং প্রবাসের নানা সমস্যার মানসিক যন্ত্রণা গুলোকে কিছুটা সময়ের জন্য হলে ও মুক্ত থাকতে পারব।তাদের আমন্ত্রণে স্থানীয় অনেক কমিউনিটির প্রবাসীরা এই ভুজন সভায় আসেন এবং তাদের সাথে আপ্পায়ন করেন।