অস্ট্রেলিয়ায় এসিড বহনকারী ট্রেন লাইনচ্যুত (ভিডিও সহ)
ডেস্ক রিপোর্টঃ অস্ট্রেলিয়ায় সালফিউরিক এসিড বহনকারী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানায়, রোববার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে উত্তর-পশ্চিম কুইন্সল্যান্ডে ২৬টি কন্টেইনার বহনকারী এই মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। কন্টেইনারগুলোতে শিল্পকারখানায় ব্যাবহারযোগ্য প্রায় দুই লাখ লিটার এসিড ছিল।
কুইন্সল্যান্ডের জরুরি সেবা অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, এ দুর্ঘটনায় ট্রেনটির তিনজন কর্মী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় জরুরি অবস্থা জারি এবং ২ কিলোমিটার এলাকাজুড়ে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা সম্ভব হয়নি।
কুইন্সল্যান্ডের পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর এসিড ছড়িয়ে পড়ছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাতের কারণে সেখানে যাতায়াত কঠিন হয়ে পড়েছে।