নগরীর কলবাখানীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষিত
ডেস্ক রিপোর্টঃ সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই জালালী কলবাখানীতে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যারাতে ঘটনাটি ঘটে। স্থানীয় মৃত সালেহ আহমদের ছেলে ইলেকট্রিশিয়ান খোকন আহমদ এ ঘটনাটি ঘটেছে। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। তবে ধর্ষককে এখনো আটক করা হয়নি।
বুধবার রাত থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতার পিতা অভিযোগ করেন, ধর্ষণের ঘটনাটি আপোষে নিষ্পত্তির জন্য এলাকার কিছু ব্যক্তি ওঠেপড়ে লেগেছেন। তারা বারবার মামলা না করার জন্য চাপ দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খোকন নিজ বাসার গৃহকর্মীর মেয়ে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হয়। ঘটনার পর থেকেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোছুল হোসেন গণমাধ্যমকে বলেন, ইলেকট্রিক সাপ্লাইতে একটি ধর্ষণের ঘটনার অভিযোগ তিনি শুনেছেন। ধর্ষিতা শিশুটি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ এখনো থানায় অভিযোগ করেনি।