কানাইঘাটে ছাত্রদল নেতা জুনেদের দাফন সম্পন্ন, শোক
ডেস্ক রিপোর্টঃ সিলেট মহানগর ছাত্রদল নেতা জুনেদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৩৬ বছর। আজ রবিবার বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে ছাত্রদল নেতা জুনেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুুদ ও যুগ্ম আহবায়ক এডভোকেট খালেদ জুবায়েরসহ নেতৃবৃন্দ।
এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।