আখালিয়া কালিবাড়ি থেকে পটকা ফোটানোর দায়ে ৬ জন আটক
সুরমা টাইমস ডেস্ক: সিলেট নগরীর আখালিয়া কালিবাড়ি থেকে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির কারণে ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ টার দিকে জালালাবাদ থানা পুলিশ এই ৬ জনকে আটক করে। আটকৃকতদের নাম জানা যায়নি।সনাতন ধর্মের কালিপূজা উপলক্ষে সিলেটের বিভিন্ন পূজা মন্ডপে চলছে পূজার আয়োজন। এরই ধারাবাহিকতায় জালালাবাদ থানাধীন সিলেট নগরীর কালিবাড়ি এলাকায় চলছিল কালিপূজা উৎসব। এ পূজোয় সনাতন ধর্মাবলম্বিদের মধ্যে তরুণরা এ পূজোয় পটকা ফোটানোর মাধ্যমে আনন্দ উলাস করে থাকেন। তবে এটি নিষিদ্ধ।কালিবাড়িতেও এরকমভাবে তরুণরা পটকা ফোটাতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছেন ৬ তরুণ। রাত সাড়ে ১১ টা পর্যন্ত তারা আটক ছিলেন।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিলেটভিউ২৪ডটকমকে বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির কারণে পুলিশ ৬ জনকে আটক করেছে।