জুড়ীর বরুলী রাস্তার বেহাল দশা।। চরম জনদুর্ভোগ
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন সহ ৭ গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা বরুলী, এ রাস্তায় বিরাজ করছে বেহাল দশা। বেশিরভাগ স্থানেই খানাখন্দে ভরপুর। সড়কের বিভিন্ন স্থান যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে রয়েছে অসংখ্য গর্ত। এসব গর্তের কোথাও হাটুপানি জমে থাকে। অনেক স্থান দেবে গেছে। বৃষ্টির পানি জমে তা পুকুরে পরিনত হয়। গর্তে গাড়ি আটকে গিয়ে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। সড়কটি প্রায় মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
এ সড়ক দিয়ে শত শত মানুষ জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করছেন। দীর্ঘদিন থেকে এ অবস্থা থাকলেও দেখার কেউ নেই। জুড়ী উপজেলার প্রকৌশলী সাইফুল আজম সড়কের বেহাল দশার কথা স্বীকার করে বলেন, রাস্তার ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।