আন্দোলনে নামলেন বিশ্বনাথের ১৬ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা

28.10.15বিশ্বনাথ প্রতিনিধি: ৬ দফা দাবী আদায়ে এবার সিলেটের বিশ্বনাথে আন্দোলনে নামলেন ১৬ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা। গতকাল বুধবার ৬ দফা দাবি আদায়ে দুপুর ১২ টায় স্থানীয় ‘বাসিয়া সেতুর’ ওপর মানববন্ধন করেছে। প্রায় ৩০ মিনিটের এ মানববন্ধনে ১৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বিসিএস সমন্বয় (২৬ ক্যাডার). নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীর উদ্যোগে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অফিসার ডাক্তার নুরুল ইসলাম, কৃষি অফিসার আলী নূর রহমান, উপজেলা প্রকোশলী খোন্দকার গোলাম শওকত, ডাক্তার ইয়াছিন আরাফাত, শিক্ষা অফিসার চিন্তা হরণ দাশ, শিক্ষা অফিসার (মাধ্যমিক) সোলায়মান হোসেন, সমবায় অফিসার শাহজাহান, পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, মহিলা বিষয়ক অফিসার পপি রানী তালুকদার, ভেটেনারী সার্জন আব্দুল্লাহ আল-মাসুদ, দশঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, আল-এমদাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলী, বাহাড়া-দুবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা দাশ, কালিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুউদ্দিন, রায়কেলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিবেদীতা ঘোষ, গড়গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈবা রানী দাশ, পূর্ব শাহজালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলী বেগমসহ বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
তাদের দাবী মধ্যে আছে মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে সচিব/ সিনিয়র সচিব পর্যন্ত সকল পর্যায়ে সংশ্লিষ্ঠ ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে কৃত্য পেশা ভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা। বেতন স্কেলে সিলেকশন গ্রেডে ও টাইমস্কেলে পুর্নবহাল করা। উপজেলাকে কার্যকর করতে ইউএনও’র কর্তৃক বাতিল করে জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতায়ন করতে হবে। আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন করতে হবে। একই সাথে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রি পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রনালয়ে সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বর্হিভুত সকল ধরনের প্রেষণ বাতিল করতে হবে এবং সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান করতে হবে।