বারহাল ইউপি চেয়ারম্যান বরখাস্ত
জকিগঞ্জ প্রতিনিধিঃ নারী নির্যাতন, প্রতরণা ও চেকজালিয়াতি মামলায় কারাগারে আটক জকিগঞ্জের বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মিছবাহ উজ্জামান তালুকদারকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরিত পত্রে তাকে বরখাস্তের আদেশ প্রদান করেন। ইউএনও টিটন খীসা জানান, চেক জালিয়াতি মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে আটক থাকায় এ আদেশ দেয়া হয়েছে। শিগগিরই গেজেট প্রকাশ করে এ পদে উপনির্বাচন দেয়া হবে।
এদিকে দীর্ঘদিন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ২নং ওয়ার্ড সদস্য মানিক মিয়া। চেয়ারম্যান না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় লোকজন। তারা শিগগির এ ইউনিয়নের নির্বাচন দেয়ার জন্য দাবী জানিয়েছেন।