জকিগঞ্জ আদালতের বিচারককে হত্যার হুমকি

জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জ জুডিসিয়াল ম্যজিষ্ট্রিট আদালতের বিজ্ঞ বিচারক মো. আকবর হোসেনকে হত্যার হুমকি প্রদান করা হয়েছে। অনলাইন যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জকিগঞ্জ উপজেলা শিবির নামক ফেইসবুক একাউন্ট থেকে হত্যার হুমকি দেয়া হয়েছে।  হুমকিতে উল্লেখ করা হয়েছে নাস্তিক আওয়ামী বিচারক শিবির নেতৃবৃন্দকে অকারনে জেল হাজতে প্রেরনের নির্দেশ দে। তাকে হত্যার নির্দেশ যদি শিবির দে তাহলে নাস্তিকরা কি তাকে বাচাতে পারবে। তারা আরও উল্লেখ করে পরিষ্কার ভাষায় বিচারক আকবর হোসেন কে বলছি আর কোন শিবির নেতাকে কারাগারে প্রেরন zakigonj Upozila Shibirকরলে তোকে হত্যা করা হবে। বিচারক আকবর হোসেন যা করেন বুঝে শুনে করবেন আমরা আমরা শহীদী কাফেলা আমাদের কে নিয়ে হটকারী সিদ্ধান্ত দেয়া থেকে বিরত থাকুন। উল্লেখ্য কিছুদিন পূবে শিবির এই পেইজ থেকে জকিগঞ্জ থানার পুলিশ কর্মকতা, সাংবাদিক ও আওয়ামীলীগ নেতাদের নিয়ে হিটলিষ্ট প্রকাশ করে ও আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ফারুক আহমদের বাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়া হয়।  জকিগঞ্জ উপজেলা শিবিরের ফেসবুক পেজ আইডিঃ

https://www.facebook.com/people/%E0%A6%9C%E0%A6%95%E0%A6%BF%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0/100008268753110