মে দিবস সম্মাননা স্বারক পেলেন শিল্পী তুহিন আহমেদ

tuhinসুরমা টাইমস রিপোর্টঃ সংগীতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ শিল্পী সংসদ সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক ও নূপুর সংগীতালয়ের পরিচালক, বাংলাদেশ বেতার কেন্দ্রের কন্ঠ শিল্পী তুহিন আহমেদকে মহান মে দিবস সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে । গত ৪ মে রবিবার ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক মহান মে দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষন সংস্থা কর্তৃক আয়োজিত “দেশের সমৃদ্ধি ও উন্নয়ন এবং শ্রমিকের মানবাধিকার ঃ বাংলাদেশ প্রেক্ষিত” শীর্ষক আলোচনা সভা ও মে দিবস সম্মাননা প্রদান অনুষ্টানে শিল্পী তুহিন আহমেদের হাতে সম্মাননা স্বারক ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীমকোর্ট এর বিচারপতি মোঃ জয়নুল আবেদিন। সংস্থার চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন রবির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়–য়া, অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব পিরজাদা শহীদুল হারুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক আকবর সিরাজী, বাংলাদেশ সিক ইন্ডাট্রিজ এসোসিয়েশনের সভাপতি চৌঃ মোহাম্মদ ইসহাক, প্রবীন শ্রমিকনেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার, বিশিষ্ট্য মানবাধিকার ব্যক্তিত্ব কেটি আহমেদ, মানবাধিকার সংগঠক হুমায়ুন কবির প্রমূখ।

সম্মাননা গ্রহনের সময় অনুভতি প্রকাশ করে বক্তব্য রাখেন, শিল্পী তুহিন আহমেদ, তিনি বলেন, সংগীতের পাশাপাশি আজীবন শ্রমজীবি শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষে কাজ করে যাবেন ও শ্রমিকদের পাশে থাকবেন। উল্লেখ্য, কন্ঠশিল্পী তুহিন সিলেটের প্রক্ষাত ওস্তাদ মরহুম হোসেন আলীর জ্যৈষ্ঠ পূত্র।