হাজিদের সৌদি ছাড়তে তিনদিনের আল্টিমেটাম
সুরমা টাইমস ডেস্কঃ বৃহস্পতিবারের মধ্যে হাজিদের সৌদি ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ নির্দেশ জারি করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হজ পালনে আসা কোন হাজি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে প্রত্যাবর্তন না করলে সংশ্লিষ্ট হজ এজেন্সিকে কারণ দর্শাতে হবে। তারা কারণ দর্শাতে না পারলে ১ লাখ রিয়াল (২০ লাখ টাকা) জরিমানা করা হবে।
এ ছাড়াও যে সব হাজি ভিসার মেয়াদ উত্তীর্ণ হবার পরও সৌদি আরব অবস্থান করবেন তাদের ব্যক্তিগত পরিচিতি ও ফিংগার প্রিন্ট সংগ্রহ করে আবাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।