সনাতনী মহাশক্তি সংঘের কুইজ প্রতিযোগীতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাগবাড়ীস্থ সনাতনী মহাশক্তি সংঘের উদ্যোগে ধর্মীয় কুইজ প্রতিযোগীতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। গত বুধবার রাত ৮টায় বাগবাড়ীস্থ সনাতনী মহাশক্তি সংঘের আয়োজনে ও বাগবাড়ী সার্বজনী পূজা কমিটির সহযোগীতায় ধর্মীয় কুইজ প্রতিযোগীতার পুরুষ্কার বিতরন করা হয়েছে। বাগবাড়ী সার্বজনী পূজা কমিটির সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে ও সুইট কপালীর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এস.এম.পির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান দাস, বিধান কপালী, অধ্যপক রজত কান্তি ভট্রার্চায্য, মানিক লাল দে, নৃপেন্দ্র দেব চৌধুরী, ননী গোপাল রায়, প্রবোধ সাহা খোকন, বিকাশ আচার্য্য, সীতেশ দেবনাথ, চয়ন আচার্য্য, বিপ্লব কপালী, শুভ তালুকদার, অনুপম আচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন- চয়ন আচার্য্য। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- ক গ্রুপের প্রথম অদিতি দত্ত, ২য় প্রিয়ন্তি নন্দিনী পুরকায়স্থ, ৩য় সুভ দাশ। খ গ্রুপে ১ম পরমা বিশ্বাস প্রমি, ২য় প্রতিম চক্রবর্তী, ৩য় বিনয় ভূষণ বর্মন দিপু। -বিজ্ঞপ্তি।