শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে বিনামূল্যে “ স্পোকেন ইংলিশ ল্যাংগুয়েজ”কোর্স চালুর সিদ্ধান্ত

Sreemangal Pic-3  04,05,2015শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা সুবিধাবঞ্চিত কিশোরীদের জন্য বিনামূল্যে“স্পোকেন ইংলিশ ল্যাংগুয়েজ”প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেছে।  গতকাল সোমবার সকালে পৌরসভার হলরুমে শ্রীমঙ্গল পৌরসভার কিশোরী কাবের অভিভাবকগনের সাথে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় তিনি এ ঘোষনা দেন। ওয়ার্ড কাউন্সিলর মিল্লাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. মহুসন মিয়া মুধ। বস্তিউন্নয়ন কর্মকর্তা আজিজুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ওয়ার্ড কাউন্সিলর সুদীপ বিস্বাস, মহিলা কাউন্সিলর মিসেস রোকেয়া পারভিন, সমাজ সেবক শামীম আক্তার হোসেন (মিন্টু)অভিভাবক ও কিশোরী কারেবর নেতৃবৃন্দ। এ মতবিনিময় পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের ৩ টি কাবের সদস্য ও অভিভাবকগনের সাথে মতবিনিময় করা হয়।

উল্লেখ্য পৌরসভার সুবিধা বঞ্চিত কিশোরীদের জন্য গত এক বছর যাবত বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া,তাদের মেধা বিকাশ,ইভটিজিং প্রতিরোধ,স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে পৌরসভা কাজ করে যাচ্ছে।প্রতিটি কাবে লাইব্রেরী গড়ে তোলার জন্য বই এবং ইনডোর গেম এর জন্য খেলা-ধুলার সামগ্রী প্রদান করা হচ্ছে।