নথিপত্র আসেনি : আরেক দফা পেছালো অনন্ত হত্যা মামলার শুনানি
সুরমা টাইমস ডেস্কঃ আরেক দফা পেছালো ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার শুনানি। মামলার নথিপত্র মহানগর দায়রা জজ আদালত থেকে মহানগর হাকিম আদালতে না আসায় আজ (সোমবার) পিছিয়ে যায় শুনানি। এরআগে একই কারণে আরেকদফা শুনানি পিছিয়েছিলো।
সোমবার (১৯ অক্টোবর) এ মামলার শুনানির তারিখ নির্ধারিত থাকলেও শুনানি হয়নি বলে জানিয়েছেন আদালতের জিআরও বিজয় চন্দ্র দাস।
তিনি জানান, আদালতের বিচারক আনোয়ারুল হক আদালত আগামী ৪ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন। এর আগে গত ৪ অক্টোবরও একই কারণে মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এ মামলার গ্রেপ্তার আসামী মোহাইমিন নোমান মহানগর দায়রা জজ আদালতে ফৌজধারি বিবিধ মামলা (মিস কেইস) দায়ের করলে নথিপত্র মহানগর হাকিম ২য় আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
গত ১২ মে নগরীর সুবিদবাজার এলাকায় নিজ বাসার সামনে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মান্নান রাহি নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।