শাহ জমির উদ্দিন জামে মসজিদের ইমামের যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে সংবর্ধনা
দক্ষিন সুরমার ২৬নং ওয়ার্ডের চাঁদনীঘাট শাহ জমির উদ্দিন জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুফতি সালাতুর রহমান মাহবুবের যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে মসজিদ কমিটির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয় ।
গত শনিবার মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত এ সংবর্ধনা অনুষ্টানে আব্বাস উদ্দিন জালালীর সভাপতিত্বে এবং দুলাল আহমদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মুহিন মিয়া, আব্দুল কাদির মন্টু, শাহিন আহমদ, শামিম আহমদ,আনোয়ার হোসেন, আসাদুজ্জামান রনি,ফুল মিয়া, ফাহাদুজ্জামান সবুজ, হোসেন আহমদ, হাফিজ বদরুল, মশিউর রহমান চজ্ঞল, প্রমুখ ।
বিদায়ী ইমামকে ফুলেল শুভেচ্ছা জানান এলাকাবাসী । সব শেষে দোয়া পরিচালনা করেন মুফতি সালাতুর রহমান মাহবুব ।