সিলেটে মহিলা কাউন্সিলরের বাসায় হামলা

সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট সিটি কর্পোরেশনের ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনুর বাসা ও জনৈক পারভেজ আহমদের দোকানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউন্সিলরের ছেলে জীবন ও স্বামী মোহাম্মদ আলীসহ ৪জন আহত হন।
রোববার দুপুর ১টার সময় নগরীর ব্রাহ্মনশাসন আখালিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এলাকালাবাসী ধাওয়া করে ৪টি মোটরসাইকেলসহ খলিল খান ও জামাল খান নামক দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে। এসময় উত্তেজিত জনতা মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় কাউন্সিলর রেবেকা বেগম রেনু বাদী হয়ে সিলেট জালালবাদ থানায় ১৩জনের নাম উল্লেখ ও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করেন।
জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৯টার সময় সাব্বির খান, ফেরদৌস খান পাড়ার দোকানদার পারভেজ আহমদের সাথে কথা কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১০টায় ১০-১৫জন এসে পারভেজের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে চলে যায়। বিষয়টি আপোষে নিস্পত্তি করার জন্য এলাকার গন্যমান্য ব্যক্তিগনকে নিয়ে সমাধানের চেষ্টা করেন। ক্ষিপ্ত হয়ে রোববার সন্ত্রাসীরা কাউন্সিলরের বাসায় হামলা ও ভাংচুর চালায়।