মিনা ট্রাজেডিতে নিখোঁজ কুলাউড়ার একই পরিবারের ৩ হাজির মৃত্যু নিশ্চিত
সুরমা টাইমস ডেস্কঃ পবিত্র হজ্ব পালনকালে মিনায় সংঘটিত দুর্ঘটনায় কুলাউড়ার একই পরিবারের নিখোঁজ ৩ ব্যক্তির মৃত্যু নিশ্চিত করেছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন ও হজ্ব মিশন।
১৭ অক্টোবর শনিবার বিষয়টি নিহতদের পরিবারের পক্ষ থেকে হাজী মোঃ আবুল হোসেন সাংবাদিকদের নিশ্চিত করেন।
কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের লৈইয়ারহাই গ্রামের (বর্তমানে শহরের উত্তর বাজারের বাসিন্দা) সাবেক ফুড ইন্সপেক্টর মহিব উদ্দিন আহমদ (৭০), তার স্ত্রী রাবিয়া বেগম (৬৫) ও তাদের পুত্র আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের কর্মকর্তা জালাল উদ্দিন আহমদ মনি (৩৮) পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি গেলে মিনা ট্র্যাজেডির দিন থেকে তারা পরিবারে নিখোঁজ ছিলেন।
একই পরিবারের ৩ হাজী দীর্ঘদিন নিখোঁজ থাকার পর শনিবার সকালে সৌদি দূতাবাস থেকে নিহত হাজী মুহিব উদ্দিনের ভাই হাজী মোঃ আবুল হোসেনের কাছে তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।খবরটি জানার পর নিহতদের পরিবার, আত্মীয় স্বজনসহ কুলাউড়ার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হাজী আবুল হোসেন সাংবাদিকদের কাছে মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, তাদের লাশ সৌদিআরবে দাফন করা হবে।