আব্দুজ জহুর সেতুর টোল আদায়ের শুরুর নির্দেশ
সুনামগঞ্জের দীর্ঘ দিনের আশার ফলন সুরমা নদীর উপর প্রবাহিত আব্দুজ জহুর সেতু , এখন থেকে টোল আদায়ের কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) সংশ্লিষ্ট মন্ত্রনালয় । সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এ নির্দেশ পাওয়া মাত্রই সেতু দিয়ে চলাচল কারী যান বাহন থেকে টোল আদায়ের কার্যক্রম শুরু হবে । সুনামগঞ্জ সওজ সুত্রে জানা যায়, কিছুদিনের মধ্যে সেতু এলাকায় টোল আদায়ের জন্য টোল প্লাজার নির্মান কাজ শুরু হবে । এই টোল প্লাজা স্থাপন করা হবে সেতুর পশ্চিম অংশে । সুনামগঞ্জ সওজকে চিঠি দেওয়া হয়েছে গতকাল বুধবার আব্দুজ জহুর সেতুতে টোল আদায়ের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ । চিঠিতে টোল আদায়ের বিভিন্ন নীতি মালা ২০১৪ অনুযায়ী যানবাহন গুলোর কাজ থেকে বিভিন্ন হারে টাকা আদায়ের কথা উল্লেখ করা হয়েছে । প্রতিবার ৫টাকা করে রাখা হবে ,রিকশা , ভ্যান ,বাই সাইকেল ,ও ঠেলাগাড়ি সেতু পার হলে। এছাড়া প্রতি মটর সাইকেলে ৫টাকা, ৩-৪ চাকার মোটররাইজড যানবাহন ৫টাকা , সিডান কার ১৫ টাকা , ফোর হুইল চালিত যানবাহন ২০ টাকা , মাক্রোবাস ২০ টাকা মিনিবাস কোস্টার ২৫ টাকা ,কৃষিকাজে ব্যবহৃত যানবাহন ৩০ টাকা , মিনি ট্রাক ৪০ টাকা , বড় বাস ৪৫ টাকা , মাঝারি ট্রাক ৫০ টাকা ,হেভি ট্রাক ১০০টাকা , ও ট্রেইলার বা কন্টেইনার বহনকারী যানের কাছ থেকে ১২৫ টাকা আদায় করতে বলা হয়েছে । আদেশক্রমে মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নন গেজেট সংস্থাপন ও এনটিআর অধিশাখা উপসচিব মোহাম্মদ শফিকুল করিমের স্বাক্ষর রয়েছে।