সিলেটে সাদা পোশাকে পুলিশের অভিযান বন্ধ :বাড়ানো হয়েছে নজরদারি
গুম-অপহরণ আতঙ্কে সিলেটবাসী
সুরমা টাইমস ডেস্কঃ প্রতিদিন দেশের কোথাও না কোথাও গুম, খুন, অপহরণের ঘটনা ঘটছে। যা গত এপ্রিল মাস থেকে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তাই সর্বত্র এখন গুম, খুন ও অপহরণ আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সিলেট অঞ্চলে সাধারণ মানুষের মনে এ আতঙ্ক রয়েছে বেশি। কারণ অতীতে ঘটে যাওয়া গুম অপহরণের বিচার না হওয়ার ফলে এসব ঘটনা দিনের পর দিন বাড়ছে বলে মনে করছেন অনেকেই। –
সারা দেশে অব্যাহত গুম ও অপহরণের ঘটনায় সিলেট মহানগরে সাদা পোশাকে সব ধরণের পুলিশি অভিযান বন্ধ করা হয়েছে। এ ধরনের অপরাধ ঠেকাতে এসএমপির পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন উদ্দিন। শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান তিনি। তিনি বলেন- ‘গত বুধবার সকল স্তরের পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক হয়েছে। এতে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ গুম বা অপহরণ জাতীয় অপরাধে জড়িত বলে প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।’
শনিবার দুপুরে নিখোঁজের ১২দিন পর গাজীপুরের জয়দেবপুর থেকে উদ্ধার হওয়া ব্যবসায়ী শমসের আলীকে নিয়ে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে এসএমপি। এ প্রসঙ্গে এসএমপির অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন বলেন, শমসের পাওনাদারদের হাত থেকে বাঁচতে ‘অপহরণ নাকট’ সাজান। তাকে কেউ অপহরণ করেনি।তিনি আরো বলেন, ‘এখন থেকে সাদা পোশাকে কাউকে আটক বা গ্রেপ্তার করতে হলে পুলিশকে আরো সতর্ক থাকতে এবং পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।’