সাবমেরিন ঘাটি স্থাপনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

Hasina PMসুরমা টাইমস ডেস্কঃ সাবমেরিন ঘাটি স্থাপনের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশাল সমুদ্র অঞ্চলের নিরাপত্তায় নৌবাহিনীর জন্য আলাদা বিমান ও সাবমেরিন ঘাঁটি স্থাপনের কাজ চলছে। চট্টগ্রামে বিএনএস ওসমানের স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আজ শনিবার দুপুরে চট্টগ্রামে নেভাল বার্থে নৌবাহিনীর প্রথম মিসাইল ফ্রিগেট বিএনএস ওসমানের ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেয়া হয়। এসময় তিনি বলেন, নৌবাহিনীকে শক্তিশালী করে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সরকার বদ্ধ পরিকর।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভূখণ্ডের প্রায় সমপরিমাণ সমুদ্র এলাকা এবং এর সম্পদের ওপর বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হয়েছে। এই সম্পদ আহরণ ও আর্থ সামাজিক উন্নয়নের কাজে লাগানো, সমুদ্র এলাকা সর্বোত্তম ব্যবহারে নানা ধরণের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। দেশের বাণিজ্যের শতকরা ৯০ শতাংশই সমুদ্র পথে পরিচালিত হয়ে থাকে। সম্পদ আহরণ ও নিরাপদ বাণিজ্যের নিশ্চিতে সমুদ্রে নিরাপত্তা বিধান অপরিহার্য। এ লক্ষে নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। নৌবাহিনীকে একটি দক্ষ, আধুনিক ও ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করতে আমাদের সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।