মৌলভীবাজারে যাত্রা ও জুয়া খেলা নিয়ে সংঘর্ষে আহত ২৫
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে যাত্রা ও জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে সদর উপজেলার সাধুহাটি এলাকায় যাত্রার নামে জুয়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে হামলা চালিয়েছে এলাকার লোকজন। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। হামলায় আহতদের মধ্যে যাত্রা দলের সদস্য মুকিদ মিয়া (৩৫), মনসুর মিয়া (৩৫), ওমর মিয়া (৩৫), মুজাহিদ মিয়া (২৮), মমিন মিয়া (৩০), আওয়াল মিয়া (৩০) ও মানুর মিয়াকে (৩৫) মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শাহেদ মিয়া (২৮) ও মুজিব মিয়াকে (৩৫) ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বাকি আহতদের নাম জানা যায়নি।
এলাকাবাসীর অভিযোগ- সাধুহাটি এলাকায় যাত্রার নামে জুয়া, অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। যাত্রা বন্ধের দাবিতে এলাকার লোকজন জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিলে প্রশাসন যাত্রার আসর বন্ধ করে দেয়। কয়েকদিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে আবারো যাত্রার নামে অশ্লীলতা শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন যাত্রার আসরে হামলা চালায়। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।