মজুমদারিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী আহত
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর মজুমদারিতে তিনটি মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত এক ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাত করেছে। আহত ছাত্রলীগকর্মী মোস্তাক আহমদ রাজন আখালিয়াঘাট চেয়ারম্যান বাড়ির মৃত সামছুদ্দিনের ছেলে। মঙ্গলবার রাত (সোমবার দিবাগত রাত) ১টার দিকে এ ঘটনা ঘটে।আহত মোস্তাক আহমদ রাজন জানান, রাতে তিনি জরুরী কাজে বিমানবন্দর এলাকায় তার বড় বোনের বাসায় যাওয়ার পথে মজুমদারি এলাকায় পৌঁছার পর ৩টি মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার বামহাত ও পায়ে আঘাত করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি ওসমানী হাসপাতালের ৩য় তলাস্থ ৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।