আফগানিস্তানের পাকিস্তান সীমান্তে ক্রিকেট ম্যাচে বোমা হামলায় নিহত ৯
সুরমা টাইমস ডেস্কঃ আফগানিস্তানের পাকিস্তান সীমান্তের পাকতিকা প্রদেশে ক্রিকেট ম্যাচ চলাকালে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছে ৯ জন এবং আহত ৫০ জন।
হামলার দায় অস্বীকার করেছে আফগান তালেবান।
পাকিস্তান সীমান্ত সংলগ্ন প্রদেশটিতে রোববার চালানো এই হামলায় আরো ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
স্থানীয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ফুটবল খেলা চলাকালে আত্মঘাতী হামলা হওয়ার কথা জানালেও পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে ক্রিকেট ম্যাচের কথা বলা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভবত ম্যাচটি দেখতে উপস্থিত স্থানীয় সরকারের সদস্যদের লক্ষ করেই হামলাটি চালানো হয়েছে।
গত বছর একটি ভবিবল ম্যাচ চলাকালে একই কায়দায় চালানো এক আত্মঘাতী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছিলেন।
গত বছর আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের প্রত্যাহার করে নেওয়ার পর থেকে তালেবান বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে আসছে দেশটির নিরাপত্তা বাহিনীগুলো।