পুলিশ দেখেই বন্ধ হয়ে গেল হোটেল রেস্তোরা শ্রমিক দলে স্লোগান !
সুরমা টাইম রিপোর্টঃ মিছিলে বাধা না দেয়া স্বত্ত্বেও পুলিশ দেখেই সিলেট জেলা হোটেল রেস্তোরা শ্রমিক দলের স্লোগান বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। জানা যায়, মে দিবস উপলক্ষ্যে সিলেট জেলা হোটেল রেস্তোরা শ্রমিক দলের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশের আয়োজন করা হয়। পরে দুপুর ১২টায় কোর্ট পয়েন্টে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার সামনে পৌঁছলে মিছিলে অংশগ্রহনকারী শ্রমিকরা পুলিশ দেখে স্লোগান বন্ধ করে দেয়। পরে ঐ সংগঠনের নেতারা কর্মীদের মিছিল দেয়ার কথা জানালে পুনরায় স্লোগান দেয়। মিছিলটি আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
এ ব্যাপারে সিলেট জেলা হোটেল রেস্তোরা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা নগরীতে শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করেছি। তবে কেন্দ্রীয় শহীদ মিনার সামনে পুলিশ দেখে কর্মীরা কিছুটা ভয় পেয়েছিল। তবে স্লোগান বন্ধের কথা অস্বীকার করেন তিনি। এদিকে, মে দিবস উপলক্ষে নগরীর সকল পয়েন্টে আইন শৃখলাবাহিনীর সদস্য সর্তক অবস্থানে থাকতে দেখা গেছে। সিলেট কোতোয়লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, শ্রমিকরা শন্তিপূর্নভাবে তাদের কর্মসূচি পালন করছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।