আবারও সিলেটসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

Sylhet Earthquake riskসুরমা টাইমস ডেস্কঃ আবারও সিলেটসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ৯ মিনিটে এ ভূমিকম্পে সিলেটসহ দেশের বিভিন্ন ভবন কেঁপে উঠলে আতঙ্ক তৈরি হয়। মঙ্গলবার দুপুর ১টা ৭ মিনিটের দিকে সিলেট, ঢাকা, রাজশাহী, রাজবাড়ী, যশোর, ঠাকুরগাঁও, মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উতপত্তিস্থল নেপালের কাঠমান্ডুতে মাত্র ছিল ৭ দশমিক ২। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। এ ছাড়া দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গেছে ভারতে ৬.৯ মাত্রায় এই ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্প টের পেয়ে নগরীর জিন্দাবাজার এলাকায় মানুষজন বিভিন্ন বহুতল ভবন ছেড়ে নিরাপত্তার জন্যে রাস্তায় নেমে আসে। প্রাথমিকভাবে এ ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায় নি।