১৯ লাখ ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দে হাইকোর্টের স্বপ্রণোদিত আদেশ
সুরমা টাইমস ডেস্কঃ সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ এবং ১৮ লাখ ৭৭ হাজার চালকের হাতে থাকা ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সোমবার (৩ আগস্ট) হাইকোর্ট এ স্বপ্রণোদিত আদেশ দেন।
এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদেশে জানানো হয়েছে, বিষয়টি আগামী ২ সেপ্টেম্বর আবার হাইকোর্টের কার্যতালিকায় আসবে।