খালেদার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা চলবে

Khaledaসুরমা টাইমস ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকারের সময় করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলা বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট।
ফলে দুদকের দায়ের করা মামলাটির বিচার চলতে আর কোন বাধা থাকলোনা বলে আইনজীবীরা জানিয়েছেন।
খালেদা জিয়ার পক্ষে দায়ের করা দুটি রীট আবেদন আজ আদালত খারিজ করে দিয়েছে।
আদালতের নির্দেশে অনুযায়ী রায় পাওয়ার দু’মাসের মধ্যে খালেদা জিয়াকে আদালতে হাজির হতে হবে ।
২০০৭ সালের ২রা সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ঢাকার তেঁজগাও থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক।
মামলা হওয়ার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।