ওসমানীনগরে ব্রিজে ট্রাক আটকা পড়ে দীর্ঘ যানজট
সুরমা টাইমস ডেস্কঃ ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাগজপুর ব্রিজ ভেঙ্গে ট্রাক আটকে পড়ায় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।
সংশ্লিষ্ট কতৃপক্ষের দীর্ঘ অবহেলা আর উদাসীনতায় ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়া স্বত্তেও দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল করছিল। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রিজ দিয়ে ট্রাক পারাপারকালে ব্রিজ ভেঙ্গে নিচে দেবে যায়। এসময় ট্রাকটি ভাঙ্গা অংশে আটকে পড়ে। এসময় এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাগজপুর নামক স্থানের ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের ভাঙ্গা অংশ ধীরে ধীরে বড় আকার ধারন করলে ২০১১ সালের মাঝামাঝি সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজটির ভাঙ্গা অংশ সংস্কারের জন্য কাজ করেন। গালা, পাথর এবং উপরে স্টিলের সিট ব্যবহার করে ঝালাই করেন।
রবিবার সাড়ে ৬টার দিকে ব্রিজ দিয়ে একটি ট্রাক পারাপার কালে ব্রিজ ভেঙ্গে নিচের দিকে দেবে যায়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাগজপুর ব্রিজ ভেঙ্গে ট্রাক আটকা পড়ে দুরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েন । এ রিপোর্ট লেখা (রাত সাড়ে ৯টা) পর্যন্ত মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা ছিল। আটকে পড়া যানবাহনের ফলে এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি নুরন্নবী বলেন, ব্রিজটির এক অংশ দেবে গাড়ি আটকে গেছে। অন্য পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।