জমিয়তে যোগদানকারী আলেমদের অভিনন্দন জানিয়ে কানাইঘাটে আনন্দ মিছিল
কানাইঘাট প্রতিনিধঃ বিভিন্ন ইসলামী সংগঠন থেকে জমিয়তে উলামায়ে ইসলামে যোগদানকারী দেশের শতাধিক ইসলামী রাজনীতিবিদ ও আলেমদেরকে স্বাগত জানিয়ে ছাত্র জমিয়ত কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার বাদ আসর কানাইঘাট বাজারে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী পৌর জমিয়তের সভাপতি মাওঃ আজির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ ফয়েজ উদ্দিনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে যোগদানকারী সিলেট জেলা খেলাফত মজলিসের জয়েন্ট সেক্রেটারী ও কেন্দ্রীয় সদস্য মাওঃ জয়নুল আবেদীন। বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সহ সেক্রেটারী মাওঃ আলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মুফতি এহসান উল্লাহ, পৌর জমিয়তের সহসভাপতি মাওঃ আমির হোসেন, জমিয়ত নেতা মাওঃ আলতাব হোসেন, ছাত্র জমিয়ত নেতা মহি উদ্দিন, বুরহান উদ্দিন প্রমুখ। সভা শেষে জমিয়তে যোগদানকারী মাওঃ জয়নাল আবেদীনকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।