মাওঃ মোহাম্মদ আলীর অকাল মৃত্যুতে জমিয়তে উলামা নেতৃবৃন্দের শোক
কানাইঘাট প্রতিনিধিঃ জমিয়তে উলামার কানাইঘাট ৪নং সাতবাক ইউপির সাধারণ সম্পাদক উদীয়মান আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ আলী (৩৫) এর অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাখফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন মাওঃ মোহাম্মদ আলী এলাকার একজন বিশিষ্ট উদীয়মান আলেম ছিলেন। তার মৃত্যুতে জমিয়তে উলামা একজন প্রজ্ঞাবান একজন তরুণ ইসলামী চিন্থাবিদকে হারিয়েছে। শোক দাতারা হলেন, জমিয়তে উলামার প্রধান উপদেষ্টা শায়খূল হাদিস আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী, জমিয়তে উলামার কেন্দ্রীয় সভাপতি আল্লামা আলিমুদ্দিন দুর্লভপুরী, কেন্দ্রীয় মহাসচীব মাওলানা সামছুদ্দিন দুর্লভপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী হারুনুর রশিদ চতুলী, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হামিদ মাখছুস,যুব জমিয়ত নেতা মাওলানা নুরুল আলম, মাওলানা আব্দুল কাহির, মাওলানা আব্দুল্লাহশাকির,হাফিজ নজরুল ইসলাম, হাঃনজির আহমদ, মাওঃশরীফ আহমদ, মাওঃবদরুল হাসান, হাঃ দেলওয়ার হোসেন,মাওঃইসলাম উদ্দিনসহ জমিয়তে উলামার কেন্দ্রীয় ও কানাইঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ।