আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্মেলন ঢাকায় অনুষ্টিত হবে। উক্ত সম্মেলন সফলের লক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মহানগর কমিটির উদ্দ্যেগে এক বর্ধিত সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর কমিটির সহ সভাপতি আরিফুল ইসলাম। সভায় আলোচনা করেন সাধারণ সম্পাদক সফর আলী খান, জেলা সহকারী সম্পাক রমজান আলী পটু, ফজলুর রহমান সাজু, নূর ইসলাম, বশির মিয়া, মুহিদুল ইসলাম, রফিকুল ইসলাম উজ্জল, ইউসুফ জামিল প্রমুখ। সভায় চামেলিবাগ এর দিন মজুর মিরাজ আলীর পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও ঘরবাড়ি পুঁড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবং অসহায় পরিবারকে সংগঠনের পক্ষ থেকে ২৭ শত টাকা সহায়তা প্রদান করা হয়। হোটেল সেক্টরে গেজেট ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে আগামী ২৫ আগষ্ট বিকাল ৪.৩০ মিনিটের সময় সিলেট শহীদ মিনার থেকে এক বিক্ষোভ মিছিল বের করার সিদ্ধান্ত গৃহিত হয়। বিজ্ঞপ্তি