বিশ্বনাথে মফিজ আলী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলা সদরের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্টান সম্পন্ন হয়েছে। গত শনিবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষানুরাগী ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবদুল হান্নান এবং বিকাশ চন্দ্র সরকারের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দাতা সদস্য ও রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন প্রধান শিক্ষক তজম্মুল আলী। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নেহারুন নেছা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খায়রুল আলম ফকির, সিনিয়র শিক্ষক মাওলানা তৈয়বুর রহমান, বাবু সুধাংশু মোহন সরকার, গীতা রানু সরকার। সভায় কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেনীর ছাত্রী রেহেনা বেগম প্রমূখ।