ছাতক আদর্শ উপজেলায় উন্নিত করতে চাই …ওলিউর রহমান বকুল

বিশ্বনাথ প্রতিনিধিঃ ছাতক উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন, অবহেলিত এলাকা চিহ্নিত করে উন্নয়নের মাধ্যমে ছাতককে একটি আদর্শ উপজেলা হিসেবে উন্নিত করতে চাই। তিনি বলেন, ছাতক অঞ্চলের মাটি ও মানুষের সাথে আমার নাড়ীর গভীর সম্পর্ক রয়েছে। আমার জীবনের মূল লক্ষ হচ্ছে এলাকার মানুষের উন্নয়ন করা। বিশেষ করে একটি শিক্ষিত জনগোষ্টী গঠনের মাধ্যমে প্রত্যেক এলাকায় সচেতনতা সৃষ্টি হলে এলাকার উন্নয়নে সহযোগিতা হবে। গতকাল রবিবার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের লাকেশ্বর দাখিল মাদ্ারাসায় তাকে দেওয়া এক গণ-সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবর্দনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী ও লাকেশ্বর পুর্বপাড়া নিবাসী মো. বশরুর রহমান, সৌদি আরব প্রবাসী মো. আব্দুল জলিল ও নুরউদ্দিন।
মাদ্ারাসার অডিটরিয়াম কক্ষে রইছ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গয়াছ আহমদ, মাদ্ারাসা সুপার আজিজুর রহমান, সহকারী সুপার আব্দুর রকিব, সহকারী শিক্ষক মাওলানা জয়নাল আব্দীন, আহসান উল্লাহ, রুহুল আমিন, মাওলানা হাবিবুর রহমান, আবুল কাশেম, আব্দুল আলী, মাষ্টার আমীর আলী, মো. হারিছ আলী, মো. ফিরুজ আলী মেম্বার, মনিরউদ্দিন, আব্দুল খালিক, সোনা মিয়া, হারুন মিয়া, মরতুজ আলী, আবু তাহের মেম্বার, আব্দুল করিম মেম্বার, জমশর আলী, আজিজুর রহমান, আজাদুর রহমান, সমছু মিয়া, সামছুল হক, শিপলু মিয়া, দিলাল আহমদ, সুমন, ঝুনু, চন্দন, নুরউদ্দিন। সভা যৌথভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষক সুলতান আহমদ ও আব্দুল আলী এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম। প্রধান অতিথি মাদ্ারাসার উন্নয়নে পঞ্চাশ হাজার টাকা, যুক্তরাজ্য প্রবাসী মো. বশরুর রহমান পঞ্চাশ হাজার টাকা, সৌদি প্রবাসী মো. আব্দুল জলিল একশ ব্যাগ সিমেন্ট, সৌদি প্রবাসী মো. নুরউদ্দিন দশ হাজার টাকা, যুক্তরাজ্য প্রবাসী সোহেল আহমদ দশ হাজার টাকা মাদ্রাসার উন্নয়নে অনুদান ঘোষণা করেন।