সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, জননন্দিত কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদীর পিতা নগরীর বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম এম.ইউ আহমদ লোদীর কুলখানী ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমআ নগরীর হাউজিং এস্টেটস্থ মরহুমের নিজস্ব বাসভবনে কুলখানী সম্পন্ন হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, পেশাজীবি সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও মরহুম এম.ইউ আহমদ লোদীর রুহের মাগফেরাত কামনা করে নগরীর বিভিন্ন মসজিদে বাদ জুমআ বিশেষ মোনাজাত করা হয়। পরে মসজিদের সকল মুসল্লীদের মাঝে শিরনি বিতরন করা হয়।
এদিকে তাঁর পিতার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত সকল মুসল্লী, কুলখানী অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।