টেলিভিশন বন্ধ না করায় বাবার এক থাপ্পড়ে মেয়ের মৃত্যু!
সুরমা টাইমস ডেস্কঃ লাকসামে এক মাদ্রাসার ছার্ত্রীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধায় এ দুর্ঘটনাটি ঘটে। ওই ছার্ত্রীর নাম তাহিনা আক্তার তানিয়া(১৬)। সে উপজেলার বাকই ইউনিয়নের বাকই গ্রামের প্রবাসী আবদুল মালেকের মেয়ে ও স্থানীয় মোহনপুর আলিম মাদ্রাসার দাখিল ফল প্রার্থী। ওই ছার্ত্রীর মৃত্যু হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পেরন করে।
স্থানীয় সুত্রে জানাযায়, গত মঙ্গলবার সন্ধায় তানিয়া নিজ ঘরে টেলিভিশন দেখছিল। এ সময় তার পিতা আবদুল মালেক এশার নামাজের আযানের সময় টেলিভিশন বন্ধ রাখতে বলে। টেলিভিশন বন্ধ না করায় পিতা আবদুল মালেক তাকে একটি থাপ্পড় মেরে নামাজের জন্য মসজিদে চলে যায়। নামাজ শেষে বাড়ী ফিরে তার মুখ দিয়ে লালা পড়ছে। এ সময় তানিয়াকে লাকসাম সরকারী হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা দেয়। জরুরী বিভাগের চিকিৎসক রোগীর অবস্থা আশংকা জনক দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। কুমিল্লা নেয়ার পথে তার মৃত্যু ঘটে। পর দিন বুধবার সকালে লাকসাম থানা পুলিশের এস আই আলমগীর হোসেন ওই মাদ্রাসার ছার্ত্রীর লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পেরণ করে। এদিকে মাদ্রাসা ছার্ত্রীর মৃত্যু নিয়ে হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। এ বিষয়ে লাকসাম থানা পুলিশের অফিসার ইনর্চাজ মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।