সুরমা টাইমস ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রী ও কন্যা সন্তান থাকা সত্ত্বেও আ. লতিফ (৫৫) নামের এক শিক্ষক বিয়ে করলেন ১৪ বছর বয়সী এক কিশোরীকে। গত তিন মাস আগে গোপনে কাবিন ছাড়ায় বিয়ের এ ঘটনাটি ঘটেছে উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মৃত হামেদ খানের ছেলে আ.লতিফ মিয়া। চাকরির সুবাদে তিনি কাছিমখালী গ্রামের একটি বাড়িতে থাকতেন। একই গ্রামের আফজাল গাজীর মেয়ে আয়শা প্রথম শ্রেণি থেকে ৫ শ্রেণি পর্যন্ত কাছিমখালী সরকারি বিদ্যালয়ে পড়াশুনা করেছে। আয়শার সাথে শৈশব থেকেই পরিচয় শিক্ষক আ. লতিফের। বর্তমানে আয়শা বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে লেখাপড়া করছে। গত বুধবার শিক্ষক আ.লতিফ মিয়া তার প্রথম স্ত্রী নাসিমা বেগমসহ আত্মীয়-স্বজন নিয়ে কনের বাড়ি থেকে আয়শাকে নিয়ে যায়। আ.লতিফের প্রথম স্ত্রী নাসিমা বেগমের কাছে বিয়ে সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। বর আ.লতিফ মিয়াও বলেন, আমি বিয়ে করেছি। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, এ ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।