বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ : গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছাড়ছে গ্রামবাসী
gbসুরমা টাইমস ডেস্কঃ পাটগ্রাম উপজেলার ললিতারহাটে বিজিবির টহলদলের ওপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দেড় শতাধিক লোকজনের বিরুদ্ধে মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।
বুধবার দুপুরে পাটগ্রাম থানায় এলাকার স্থানীয় তামাক ব্যবসায়ীর নাম উল্লেখ করে এ মামলা করা হয়েছে।
বিজিবি মামলা দায়েরের পর পুলিশি হয়রানি আর গ্রেপ্তার এড়াতে এলাকা ছাড়তে শুরু করেছে গ্রামবাসী। অনেকে মঙ্গলবার রাতেই এলাকা ছেড়েছে বলে স্থানীয়সূত্রগুলো নিশ্চিত করেছে।
মঙ্গলবার রাতভর দফায় দফায় স্থানীয় বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার পর বুধবার থানায় মামলা করে বিজিবি।
উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক বলেন, ‘তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘বিজিবির টহল দলের প্রধান হাবিলদার আতাউর রহমান বাদী হয়ে এজাহারে তামাক ব্যবসায়ী জাহিদুল ইসলামকে প্রধান করে আরো অজ্ঞাত দেড়শতাধিক গ্রামবাসীর নামে মামলা করেছেন। পাটগ্রাম থানার মামলা নম্বর ২২(২৯/০৪/২০১৫)। আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বলেন, ‘চোরাকারবারী সদস্য জাহিদুল ইসলামকে প্রধান আসামি করে আরো অজ্ঞাত দেড়শতাধিক ব্যক্তির নামের মামলা রুজু করা হয়েছে। পুলিশের পাশপাশি আমাদের অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রফিকুল হক বলেন, ‘আমরা সবাই চেষ্টা করেছি, যেন নিরীহ কোনো ব্যক্তি হয়নারীর শিকার না হয়। সেজন্যই স্থানীয়ভাবে বৈঠক করেছি। তবে তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, ২৮-এপ্রিল রাত সাড়ে ৭টায় পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ললিতারহাট সীমান্তে স্থানীয় তহির আলীর ছেলে জাহিদুল ইসলাম(৩৫) নামের এক তামাক ব্যবসায়ীকে তামাকসহ আটকের ঘটনায় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি সদরের একটি টহলকে স্থানীয় জনতা অবরুদ্ধ করে। ওই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও বিজিবির টহল দলের বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিজিবির টহল দলের সদস্যরা গুলি ছুড়লে এতে স্থানীয় তিন গ্রামবাসী গুলিবিদ্ধ হন।