ছাতক প্রেসকাবের নামে গঠিত অবৈধ কমিটির উপর আদালতের নিষেধাজ্ঞা পুনর্বহাল

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতক প্রেসকাবের নামে হারুনুর রশিদ-আব্দুল আলিমের নেতৃত্বাধিন গঠিত অবৈধ কমিটির কার্যক্রমের উপর অর্ন্তবর্তীকালিন নিষেধাজ্ঞা পুনর্বহালের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সুনামগঞ্জের সিনিয়র সহকারি জজ নজরুল ইসলাম এ বিষয়ে শুনানি শেষে নিষেধাজ্ঞার আদেশ বহাল রাখেন। গত ২অক্টোবর ছাতক প্রেসকাবের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার বাদী হয়ে ছাতক প্রেসকাবের নামে গঠিত অবৈধ কমিটির ১১সদস্যকে বিবাদী করে স্বত্ব মামলা নং-৫৩/২০১৪ দায়ের করেন। মামলার প্রেেিত আদালত হারুন-আলিমের নেতৃত্বাধিন ছাতক প্রেসকাব নামে অবৈধ কমিটির উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা ও ৭দিনের মধ্যে কেন ছাতক প্রেসকাবের নামে গঠিত কমিটির উপর অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হইবেনা মর্মে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন। মঙ্গলবার বিবাদী হারুনুর রশিদ গং আদালতে কারন দর্শানোর নোটিশের জবাব দাখিল করিলে এ বিষয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিজ্ঞ সিনিয়র সহকারি জজ নজরুল ইসলাম অবৈধ কমিটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার আদেশ পুনর্বহালের নির্দেশ দেন। ছাতক প্রেসকাবের পে শুনানিতে অংশ গ্রহন করেন, সিনিয়র এডভোকেট ড. মুফাচ্ছির মিয়া, এডভোকেট স্বপন কুমার দাস রায়, এডভোকেট বজলুর রশিদ, এডভোকেট শামছ উদ্দিন, এডভোকেট ফওয়াদুল জওয়াদ, এডভোকেট হেলাল উদ্দিন, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট নুরুল আলম প্রমুখ। বিবাদী পে ছিলেন, এডভোকেট আখতারুজ্জামান সেলিম।